Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলবলা ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম





ভাষাওসংস্কৃতি

ভাসা ও সংস্কৃতি

 

ভাষা- এখানে মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলে ।

সংস্কৃতি – এখানকার সংস্কৃতি – সাধারনত বেশীর ভাগ মানুষ কৃষক ও দীনমজুর, শতকরা ১০ জন বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকুরীজীবি । বেশীর ভাগ মানুষ কৃষক হওয়ায় মাঠে বিভিন্ন ফসল ফলায় যেমন- প্রধান ফসল ধান, এবং অর্থকরী ফসল-তামাক,পাঠ, ভুট্টা, ইত্যাদি ফসল ফলায় ।

মানুষজন সাধারনত – পুরুষ লুংঙ্গী, প্যান্ট, শার্ট, গেঞ্জি, পরিধান করে ।

মহিলারা- শাড়ী, সায়া, ব্রাউজ- মেয়েরা- স্যালোয়ার কামিজ পরিধান করে ।

অনুষ্ঠান- অনুষ্ঠান হিসেবে সাধারনত বেশীর ভাগ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।