খাল ও নদী
চলবলা ইউনিয়নে তেমন কোন বড় ধরনের নদী নেই । তবে ছোট ছরা নদী যেমন সতী নদী, এটি অতি প্রাচীন কালে বড় ধরনের একটি নদী ছিল যা প্রবাহমান হয়ে তিস্তায় মিলিত হয় । নালা কালিকুড়া নালা, ও বিল, হাড়িশ্বহর বিল এখনও হাড়িশ্বহর বিল নামে উক্ত গ্রামের নাম হাড়িশ্বহর বিল । এবং দুহুলী এস.সি উচ্চ বিদ্যালয়ের পিছনে দহুলী কাঞ্চন বিল এটিও একটি ঐতিহ্যবাহী বিল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস