চলবলা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা:
পাকা রাস্তা ১১ কিলোমিটার এবং কাচা রাস্তা- ১৭৬ কিলোমিটার ।
চলবলা ইউনিয়ন থেকে ০৮ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে কালীগঞ্জ উপজেলা । ইউনিয়নের পশ্চিম উত্তরে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট, পূর্বে কমলাবাড়ী ইউনিয়ন, দক্ষিনে কাকিনা ইউনিয়ন । এবং লালমনিরহাট জেলা থেকে ২০ কিলোমিটার পশ্চিম উত্তরে চলবলা ইউনিয়ন অবস্থিত ।
সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-লালমনিরহাট জাতীয় মহাসড়ক পথে লালমনিরহাট পর্যন্ত আসতে হবে। পুনরায় লালমনিরহাট হতে বুড়িমারী (পাটগ্রাম উপজেলা) স্থল বন্দরের রাস্তায় মহাসড়ক পথে (লালমনরিহাট হতে প্রায় ২২ কিঃমিঃ) কাকিনা বাস টার্মিনাল যেতে হবে। কাকিনা বাস টার্মিনাল হতে ৬ কিঃমিঃ উত্তরে চলবলা ইউনিয়ন পরিষদ ।
লালমনিরহাট লালমনিরহাট হতে বুড়িমারী (পাটগ্রাম উপজেলা) স্থল বন্দরের রাস্তায় মহাসড়ক পথে (লালমনরিহাট হতে প্রায় ২২ কিঃমিঃ) কাকিনা বাস টার্মিনাল যেতে হবে। কাকিনা বাস টার্মিনাল হতে ৬ কিঃমিঃ উত্তরে চলবলা ইউনিয়ন পরিষদ ।
রংপুর হতে লালমনিরহাট হয়ে বুড়িমারি স্থল বন্দরের রাস্তায় কাকিনা রেল ষ্টেশন থেকে৬ কি. মি. উত্তরে ৭নং চলবলা ইউনিয়ন পরিষদ ।
রেলপথ
রেলপথঃ লালমনিরহাট হতে বুড়িমারি রেলপথে কাকিনা রেল স্টেশন। কাকিনা হতে ৬ কি.মি. উত্তরে চলবলা ইউনিয়ন পরিষদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস