৭নং চলবলা ইউনিয়ন পরিষদের ভিশন
সেটআপ ও কর্মপরিকল্পনাঃ ০৬-০৬-২০১২
স্বপ্ন দিশা
আগামী ৪ বছরে চলবলা ইউনিয়ন দরিদ্র হত দরিদ্র মানুষ
তিন বেলা খেতে পারবে । বাল্য বিবাহ বন্ধ হবে ও শিক্ষার
গুনগত মান বৃদ্ধি পাবে ।
|
|
|
মেধাবী শিক্ষক নিয়োগ এর ক্ষেত্রে প্রভাবিত করা । |
চতুর্থ বছর | শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি করা ।
ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরন করা । |
পতিত রাস্তায় বৃক্ষ রোপন করা
কাজীও ইমামদের প্রশিক্ষনের ব্যবস্থা করা । |
তৃতীয় বছর | স্থানীয় সন্ত্রাস চিহিত করন ।
বৃক্ষ রোপনে রক্ষনা বেক্ষন কমিটি করা । |
খাস জমি চিহিত করা । ভূমিহীদের চিহিত করা । স্কুল ম্যানেজমেন্ট কমিটির মাসিক মিটিং করা
বাল্য বিবাহ সম্পর্কে ইউনিয়ন পরিষদে স্বজন প্রিতি না করা ।
সঠিক ভাবে জন্ম নিবন্ধন দেয়া । বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা করা। |
দ্বিতীয় বছর | অভিভাবক দের সচেতনতা করা। ঝড়ে পরা শিক্ষার্থীদের স্কুলগামী করা।
স্কুল ম্যানেজমেন্ট কমিটির স্কুলে মনিটরিং করা ।
মেধাবী ছাত্রদের বিভিন্নরকম সহায়তা প্রদান করা । |
বয়স্ক ভাতা । গ্রাম আদালতে বিচার শালিশ করা । জন্ম ও মৃত্যু সনদ । চিকিৎসা সহায়তা । প্রতিবন্ধি ভাতা । হতদরিদ্রের তালিকা তৈরী । শীত বস্ত্র বিতরন । ভি.জি.ডি/ভি.জি.এফ কার্ড বিতরন করা। বিশুদ্ধ পানির জন্য ব্যবস্থা করা । হতদরিদ্রের কর্মসংস্থান সৃষ্টি করা । হতদরিদ্রের জন্য কল্যাণ তহবিল তৈরী করা । প্রি/উন্মুক্ত বাজেট । |
প্রথম বছর | স্বাস্থ্য সচেতনতা শতভাগ মনিটরিং করা । বিধবা ভাতা প্রদান । মাতৃকালীন ভাতা প্রদান । শিক্ষা ও ধর্মীও প্রতিষ্টানে সহায়তা করা । কাবিখা । নারী শ্রমিকদের অগ্রাধীকার প্রদান । রাস্তা ঘাটের উন্নয়নে সহায়তা করা। কর ট্রাক্স আদায় করা । ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সে করান। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস